খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই রাজশাহী কিংসের বিপক্ষে দারুণ জয় পায় মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। কিন্তু এরপরের তিনটি ম্যাচেই টানা হেরে যায় দলটি। এমনকি ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের মতো টি-টুয়েন্টির বিধ্বংসী ব্যাটসম্যানদের এনেও হারতে হয় তাদের। তবে দলে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর এমনটাই বললেন অধিনায়ক।
.
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন কুমিল্লার কাছে ১৪ রানে হেরে যায় রংপুর। হারের পর নিজেদের ব্যর্থতার কথা বললেন মাশরাফি। নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখছেন অধিনায়ক, ‘আমার কাছে মনে হয় আমরা টপ অর্ডারে ফেইল করছি। হয়তবা আত্মবিশ্বাসের একটু কমতি আছে। একই সঙ্গে মনে হচ্ছে আমরা অন্যান্য, বোলারদেরও একটু ওভার রেটেড হয়ে যাচ্ছি।’
গেইল-ম্যাককালামের মতো বিশ্বমানের ক্রিকেটার এনেও কেন হারতে হলো? এমন প্রশ্নে এ দুই বিদেশিদের পক্ষেই কথা বললেন মাশরাফি, ‘বাংলাদেশে এসেই আসলে শট খেলা খুব কঠিন। আমার কাছে যেটা মনে হয়, নিউজিল্যান্ড- অস্ট্রেলিয়া বা ভারতেও যেমন উইকেট হয়, আমাদের উইকেট তেমন না। তাদের এডজাস্টমেন্টের ব্যাপার ছিলো।’
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮ বলের ব্যবধানে চারতি উইকেট হারায় রংপুর। তাও পাওয়ার প্লেতে। এরপর ৪৮ বলে ৪৮ রান করেন ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা। তারপরও ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি বলে মনে করেন মাশরাফি, ‘৯ (আসলে ৮) বলে ৪ উইকেট পড়ে গেলে আসলে কিছু করার থাকে না। ও (বোপারা) রিবিল্ড করার চেষ্টা করেছিলো। সাইফুদ্দিন ও আল আমিন মাঝখানে দুই তিনটা ওভার ভালো করে দেয়ার পর আমরা আর পারিনি।’