খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: আঃহাকিম তারাগঞ্জ প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়নের বুড়িরহাটে যত্রতত্র স্থাপনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে,প্রাচিনামলের মধ্য দিয়ে বাজার টি গড়ে উঠলেও স্থানীয় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর একমাত্র অবলম্বন।
ইউনিয়ন সীমান্ত বর্তী বাজারটি হওয়ায় তারাগঞ্জ-বদরগঞ্জ দুই উপজেলার কয়েক হাজার লোক নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সপ্তাহে তিন দিন রবি,মঙ্গল,বৃহঃপতি এ বাজারটিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য কম হওয়ায় একমাত্র অবলম্বন হিসাবে সুবিধা পান।
এখানে ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলের ও নদ-নদীর বিভিন্ন প্রকার ছোট মাছ পাওয়া যায়। যথারীতি নিয়মে বাজার টি পরিচালনার নিয়ম নীতিমালা থাকলেও মানতেছেনা হাট ইজারাদার কর্তৃপক্ষ। নিজের মন গড়া সৃষ্ট আইনের নীতিমালায় পরিনত করে অনিয়মকে নিয়ম করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সুধী জন।
বাজারটিতে মাছ,মাংস,শুটকি ও কাচা বাজারের নির্দিষ্ট শেট থাকলেও নিয়মিত ব্যবহার হচ্ছে না বলে এলাকাবাসীর দাবী। আর এসব মাছ,মাংস,শুটকি ও কাচা-বাজারের দোকান মাদ্রাসা মোড় থেকে বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট পর্যন্ত রাস্তার উপরে নিয়মিত বসছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে হাট-বাজারের সরকারি নীতিমালাকে ইজারাদারের আওতায় এনে একটি কুচক্রি মহলের যোগশাজসে সরকারি সম্পত্তি অর্থের বিনিময়ে ব্যক্তি মালিকানায় দিয়েছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন অভিযোগ করে বলেন,নাম মাত্র কাগজ পত্রের কথা বলে রাসায়নিক সার,বেকারী,ঔষুধ ফার্মেসী,রেস্তোরা,ওয়েলডিং-এর ওয়ার্কশপ, হাতুরে পল্লী চিকিৎসক ও প্রাণী পল্লী চিকিৎসক,কোচিং বাণিজ্যসহ বিভিন্ন যত্রতত্র ব্যবসা অনিয়মকে নিয়ম করে চলছে।
এসব বিষয়ে এলাকাবাসী প্রসাশনের নজর দারী করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছে বাজার দোকানদার। এ বিষয়ে স্যানিটারী ইন্সপেক্টর মমিনুর রহমান পায়েল বলেন,বুড়ির হাট বাজারের নানা অনিয়মের অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা সহকারি কমিশনার ভূমি তাসলিমা বেগম বলেন,সরকারী সম্পত্তি অবৈধ ভাবে কেউ দখল করতে পারবে না। হাট-বাজারের অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।