খােলা বাজার২৪। সোমবার, ২০ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ ও মিয়ানমারের বিদ্যমান রোহিঙ্গা সংকট নিরসনে ‘তিন-স্তর বিশিষ্ট পরিকল্পনা’র প্রস্তাবনা দিয়েছে চীন।
মিয়ানমার সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়াই বলেন, ‘দুই প্রতিবেশি দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে চীনের বিশ্বাস।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে জানানো হয়, দ্বিপাক্ষিক সংলাপের মধ্য দিয়ে একটি কার্যকরী সমাধান সম্ভব। প্রতিবেদনটিতে ওয়াং বলেন, ‘ইতোমধ্যেই রাখাইন রাজ্যে যুদ্ধবিরতি চলছে।’ তিনি আশা করছেন সকল পক্ষ একটি মীমাংসায় আসবেন এবং শান্তি স্থাপনে কাজ করবেন। তিনি মনে করেন, দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং উন্নত করতে আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উৎসাহ প্রদান করা উচিত।
এ সপ্তাহের শুরুতে দেয়া চীনের প্রস্তাবনায় বাংলাদেশের মত মিয়ানমারও সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্ট থেকে শুরু হওয়া মুসলমানদের উপর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সেনাবাহিনীর নির্যাতন এবং গণহত্যা আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে। মিয়ানমার সেনাবহিনী এবং স্থানীয় বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে ৬১০,০০০ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহন করে।। রয়টার্স