Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২০ নভেম্বর,২০১৭:

দমন-পীড়ন, আঘাত-অত্যাচার
হামলা-মামলা, রিমান্ড-কারাগার
পারবে না তোমাকে দমাবার,
সাথে আছে যে তোমার
ঐক্যে হাতে হাত সবার-
কোটি কোটি জনতার।

ওরা ভোটাধিকার হরণ করেছে
জবর-দখল ক্ষমতায় বসে আছে,
ওরা অনিয়ম-দুর্নীতি করতেছে
দেশটাকে ওরা লুটে-পুটে খাচ্ছে।
অ-সহায় জনগণ
আজ কাঁদছে তাদের মন।
কিছু করতে গেলে
কিছু বলতে গেলে-
লাল-সবুজের এই দেশে
নিপীড়ন করে যে,
হয় গুম-খুন-অপহরণ
অত্যাচার আর নির্যাতন।
প্রশ্নবিদ্ধ বিচার-শাসন
গণতন্ত্রে ধরছে পচন
নিরাপত্তায় অবনমন
দ্রব্যমূল্যে উর্ধŸগমন,
যেনো চারদিক আধার ভূবন
মুক্তি চায় দেশের জনগণ।
কতো শত ত্যাগ-তিতিক্ষায়
আছে জনগণ অপেক্ষায়,
তুমি আসবে-মুক্তি দিবে
দেশ-জাতিকে এগিয়ে নিবে।
গাইবে সবাই তোমার জয়গান
তুমি নেতা তারেক রহমান
রবে যুগ যুগ ধরে বহমান।

মোঃ মিজানুর রহমান-লেখক, সাংবাদিক ও কলামিস্ট।