খােলা বাজার২৪। মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭:জেলার সদর উপজেলার সাধুহাটী এলাকায় একই সময় আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশ ডাকায় ১৪৪ ধরা জারি করেছে প্রশাসন। সোমবার (২০ নভেম্বর) রাত থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ নির্দেশ বলবৎ রাখবে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একই স্থানে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক নাজির উদ্দীন চেয়ারম্যান গ্রুপ সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃংখলা রক্ষায় উপজেলা প্রশাসন সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই আবুল কাসেম জানান, সাধুহাটী ইউনিয়ন আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সাধুহাটী ইউনিয়ন ও ঝিনাইদহ শহরে মাইকিং করা হয়েছে।