Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২২ নভেম্বর, ২০১৭: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির আমন্ত্রিত কোনো নেতা যাননি। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, এবার খালেদা জিয়াসহ দলটির চার নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রিত অন্যরা হলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও চেয়ারপারনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। তবে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

গত বছর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে খালেদা জিয়া না গেলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছিল। দীর্ঘদিন পর এবার বিএনপির কোনো নেতা সেনাকুঞ্জে যাননি। সূত্র জানায়, বিএনপির একটি প্রতিনিধি দল সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পর লন্ডনে থাকা দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে ‘সবুজসংকেত’ না পেয়ে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে।

২০১০ সালের পর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেননি খালেদা জিয়া। তবে অনেকে বলছেন, খালেদা জিয়াসহ বিএনপির নেতারা সেনাকুঞ্জে গেলে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে স্বভাবতই সাক্ষাৎ ও কুশল বিনিময় হতো। এতে রাজনীতিতে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশেরও ইঙ্গিত মিলত। তবে খালেদা জিয়াসহ বিএনপির কোনো নেতা সেখানে না যাওয়ায় সেই পরিবেশ তৈরির সম্ভাবনা সৃষ্টি হলো না।

বিএনপির না যাওয়া উচিত হয়নি :এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান গতকাল রাতে সমকালকে বলেন, সশস্ত্র বাহিনী দিবস সবার জন্য গর্বের বিষয়। এটি সার্বজনীন অনুষ্ঠান এবং আমাদের জন্য গর্বের দিন। এখানে দল-মতের কোনো বিষয় নেই। এই অনুষ্ঠানে বিএনপির যাওয়া উচিত ছিল। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ না দেওয়াটা তাদের একদম ঠিক হয়নি। বিএনপির কোনো প্রতিনিধি না গিয়ে ভুল করেছে। কেন যায়নি, তা আমি জানি না। তবে চোখের অপারেশনের কারণে এবার সেনাকুঞ্জে যেতে পারেননি বলে জানান বিএনপির এ নেতা।

সূত্র : সমকাল