Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২২ নভেম্বর, ২০১৭: পাবনা জেলা প্রতিনিধিঃ মজলুম জননেতা মওলানা ভাসানী বিহীন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ পাবনা জেলা সভাপতি মোস্তফা তারেকুল হাসান বলেছেন, মওলানা ভাসানী ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে ‘আসসালামু আলাইকুম’ উচ্চারনের মধ্য দিয়েই তিনি বাংলার মানুষের মনে স্বাধীনতার বিজ বপন করেছিলেন। দুঃখজনক হলেও সত্য সেই মহান নেতাকে গত ৪৪বছরের শাসকগোষ্টিরা যথাযথ সম্মানে অধিষ্ঠিত করতে পারে নাই।

পাবনা তাঁতি মাকে’টের ব্যবসায়ী সংগঠনের কনফারেন্স রুমে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪১তম  ৪১তম মৃত্যুবাষি’কী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ পাবনা জেলা আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম বলেন, জাতি হিসাবে আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। আর শ্রেষ্ঠ অর্জনকে অর্জিত করতে যে মজলুম জননেতা মওলানা ভাসানী জাতিকে স্বপ্ন দেখিয়েছেন তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা জাতি হিসাবে আমাদের দায়িত্ব। তাঁকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস নির্মান সকলের দায়িত্ব। নির্মোহভাবে ইতিহাস নির্মানে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

বাংলাদেশ ন্যাপ পাবনা জেলা সভাপতি মোস্তফা তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলতাফ হোসেন, মোঃ মন্টু মিয়া প্রমুখ।