Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মো : ইসরাফিল আলম এমপি বলেন, ব্যাংকিং খাত আর্থিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে সুশাসনের অভাব পরিলক্ষিত হচ্ছে। সেজন্য এই খাতের এমন বিশৃঙ্খলা দেখে সংসদেও আলোচনা হয়েছে।

জিল্লুর রহমানের সঞ্চালনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রায় তিনি একথা বলেন।

মো : ইসরাফিল আলম এমপি বলেন, আর্থিক খাতের এই অনিয়ম নিয়ে আমি সংসদে আমার বাজেট বক্তব্যে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এর প্রধান কারণ বাংলাদেশ ব্যাংক সকল আর্থিক প্রতিষ্ঠান মনিটরিং করে। সেখানে যথেষ্ট পরিমান দূর্বলতা আছে। বাংলাদেশ ব্যাংক ভালোভাবে দেখভাল করলে কোন ব্যাংকের পক্ষে সম্ভব না। আইন বা শর্তের বাইরে কোন কার্যক্রম করা। বিশেষ করে ব্যক্তি মালিকানা ব্যাংকে বেশি হচ্ছে। কারণ ব্যক্তিমালাধীন ব্যাংকে ১০০ কোটি টাকা দিয়ে একটা শেয়ার কিনলে। কয়েক বছরে নিজের ব্যাংকসহ বন্ধু ও সরকারি ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকের যারা আর্থিক খাত তদারকি করে থাকে। সেখানে তদারকিতে প্রচুর দূর্বলতা আছে। তা নাহলে কেন্দ্রিয় ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে কোভাবেই সম্ভব না আইন অমান্য করে কোন কিছু করা।