Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭: রংপুর বিভাগীয় ব্যুরো চীফঃ লাতিফুল সাফি ডায়মন্ডঃ তারাগঞ্জ উপজেলার চিকলী নদী পার্শ্ববর্তী ফাজিলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। সীমানা প্রাচীর বেষ্টিত বিদ্যালয়টির  ভবন ও ভিতরের অবকাঠামোগত সৌন্দর্য সত্যি অপূর্ব।
প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সরকার ও অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটি ও স্থানীয় অবিভাবক বৃন্দ খুবই সচেতন। এই মর্মে
অভিভাবক ও স্থানীয় সুধীজন মনে করেন-
দশজন সু-দক্ষ ও আদর্শ শিক্ষক/শিক্ষিকার সু-সৃঙ্খল পাঠদানের আওতাধীন ছয় শত বাষট্টি জন ছাত্র/ছাত্রী নিয়মিত ভাবে একটি মনোরম পরিবেশে যুগপোযোগী ও আদর্শ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। গত বছর শতভাগ পাশের হার নিয়ে বিদ্যালয়টি তারাগঞ্জ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে।
উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সম্পর্কে প্রধান শিক্ষক বলেন, প্রতিষ্ঠানের কোন প্রয়োজনীয় ব্যবস্থা অর্থ বিলম্বে থেমে থাকে না। ব্যক্তিগত ভাবে ব্যয় করে হলেও তাৎক্ষনিক সমস্যা সমাধানে সচেষ্ট হওয়ায় প্রতিষ্ঠানটি আজ বিভিন্ন পর্যটকের দৃষ্টি করেছে।
এবছরে ওয়াশ ইন স্কুল প্রকল্প কর্তৃক বরাদ্দকৃত ৭ লক্ষ ২২ হাজার ৪ শত ৬৯ টাকা ব্যয়ে ছাত্র/ছাত্রীদের পরিষ্কার পরিছন্নতার উন্নয়নে এবং নিরাপদ ও স্বাস্থ্য সম্মত ওয়াশ রুম ও টয়লেট নির্মান করেছেন তা সমপোযোগী হয়েছে বলে শিক্ষার্থী/শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ মনে করেন।
তবে প্রতিষ্ঠানটির আরও একটি একাডেমিক ভবন অথবা এক তলা বিশিষ্ট মুল ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা সম্পন্ন করা হলে ছাত্র/ছাত্রীদের কক্ষ সঙ্কট দূর হবে বলে প্রধান শিক্ষক আশা করেন। সেই সাথে ডিজিটাল ল্যাব এর জন্য একজন তথ্য ও প্রযুক্তির ব্যবহার বিষয়ক কম্পিউটার  শিক্ষকের প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।
এই মর্মে যথাযৌগ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূর্বক প্রতিবেদন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও উন্নত ও স্বাস্থ্য সম্মত ওয়াশ ইন স্কুল প্রকল্পের বাস্তবায়ন হোক এই আমাদের আহ্বান।।