Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭: আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগনের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ব্যর্থ ও জুলুমবাজ সরকার নিজেদের লুটপাটকে নির্বিঘ্ন করতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে না বরং জনগণকে শোষণ করার জন্য ৫ জানুয়ারীর একতরফা পাতানো, ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগন যখন দিশেহারা তখন আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সরকার জনগনকে দুর্বিসহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু, জনগণ সরকারের এই অযৌক্তিক ও গণবিরোধী ষড়যন্ত্র মেনে নিতে পারে না।

নেতৃদ্বয় গণবিরোধীতা পরিহার করে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় জনগণ সরকারের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে। ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতার যাওয়ার লড়াইয়ের মধ্যদিয়ে মুনাফাখোর-লুটেরা গোষ্টি এভাবে জনগনকে যখন লুট করছেন তখন রাজনৈতিক দল গুলোর অবস্থান জনমনে প্রশ্নের সৃষ্টি করে।

তারা বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের সাথে প্রতিনিয়ত প্রতারনা করে চলেছে। বিদ্যুতের দাম বৃদ্ধির আগে কথিত গণশুনানীর নামে জনগণের সাথে রীতিমত তামাশা করা হয়েছে। কথিত শুনানী বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরোধীতা করা হলেও সরকারী দলের রাখব বোয়ালদের অবৈধ ও অনৈতিক পন্থায় পটেক ভারী করতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। ফলে দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকান্ডে মারাত্মক নেতিবাচক প্রভার পড়বে এবং দেশের সার্বিক উন্নয়ন ক্ষতিগ্রস্থ হবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়বে এবং দেশে ভীষণভাবে মূল্যষ্ফীর্তি দেখা দেবে। যা দেশের প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জীবন-যাত্রাকে হুমকীর মুখে ফেলবে।