Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭: শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গন-শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গতকাল এই সরকারের প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করলে আলাদত জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।

সেলিম ভূইয়ার  জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরন করায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় আহবায়ক সহ. অধ্যাপক আলমগীর হোসেন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আলমগীর হোসেন বলেন, সরকার ভীত হয়ে সারা বাংলাদেশের শিক্ষক সমাজের আশ্রয়স্থল অধ্যক্ষ সেলিম ভূইয়াকে জেলে প্রেরন করছেন। শিক্ষক সমাজকে অসম্মান করে কোন সরকারের পরিনতি শুভ হয়নি। এই অন্যায়ের প্রতিবাদ করার ভাষা আমার জানা নেই।

বিবৃতিতে সহ. অধ্যাপক আলমগীর হোসেন আরো বলেন, সরকার দেশের চলমান রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা না করে একটি রাজনৈতিক আন্দোলনকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরোধী রাজনীতির প্রতি অসহিষ্ণুতার কারণে সার্বিক পরিস্থিতি জটিল থেকে ক্রমশঃ জটিলতর হচ্ছে। তাদের আক্রমন থেকে পেশাজীবীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। যার ধারাবাহিকতায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও দনিয়া এ. কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া হচ্ছে তার সর্বশেষ শিকার।বিবৃতিতে অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়ার নিঃশর্ত মুক্তি দাবী জানান।