Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার , ২৪ নভেম্বর, ২০১৭: সুদানের রাষ্ট্রপতি ওমর আল বশির বৃহস্পতিবার রাশিয়ায় এক সাক্ষাৎকারে বলেন, তার দেশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুরক্ষার জন্য রাশিয়ার সাহায্য প্রয়োজন।

জানা যায়, সুদানের রাষ্ট্রপতি আল বশির রাশিয়ার রাষ্ট্রপতি ভøাদিমির পুতিনের সাথে রাশিয়ার ব্ল্যাক সি রিসোর্টের সাক্ষাত করেন। আল বশির সুদানে সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী আক্রমণ থেকে সুদানের সুরক্ষা প্রয়োজন।’

আল বশির বলেন, ‘আমি সুদানের সামরিক বাহিনী আধুনিকীকরণের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা চেয়েছি।’

তিনি বলেন, ‘সুদানের সাগরের পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্নতা রয়েছে আমাদের। তাই যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য রাশিয়াকে আমাদের পাশে চাই।’

আল বশির আরো বলেন, তার সরকার তেল অনুসন্ধানে রাশিয়ার সহযোগিতার পাশাপাশি পরিবহণ ও কৃষি খাতে রাশিয়াকে সব ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, সুদানের দারফুর অঞ্চল, ২০০৩ সাল থেকে সহিংস সংঘর্ষের স্থান হয়ে দাঁড়িয়েছে। বিদ্রোহীরা খার্তুমের রাজধানী খার্তুমের সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। তারা সরকারের বিরুদ্ধে বৈষম্য ও অবহেলার অভিযোগ আনে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ওই সংঘর্ষে ৩ লাখ লোক মারা গেছে এবং ২৭ লাখ লোক পালিয়ে গেছে। সেই থেকে সুদানের পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত করা যায়নি। এ বিষয়েও তারা রাশিয়ার সাহায্য চায়। ভয়েজ অব আমেরিকা