Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দর্শনা হল্ট স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই চালকসহ ৪ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দর্শনা হল্ট ষ্টেশনের জি আর পি ইনচার্জ মো: জাফর আলী জানান, শনিবার ভোর ৫.৫০ মিনিটের সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিলো। এ সময় ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে বিপরিত দিক থেকে আসা অপর আরেকটি মালবাহী ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

আহত হয় তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসান(৪৫) ও জুয়েল(৩৬) রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিল্দার মতিয়ার রহমান(৫০) সিপাহী সরোয়ার হোসেন(৩০) গুরুতর আহত হয়। তাদের কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পরই খুলনার সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী চন্দন জানান, ভোরবেলা রেল লাইনের ধারে হাটার সময় হঠাৎ দেখতে পাই দর্শনা হল্ট ষ্টেশন পার হয়ে একটি তেলবাহী ট্রেন আসছে। একই লাইন ধরে অপরদিক থেকে আরেকটি মালবাহীট্রেন আসছে। বিষয়টি তেলবাহী ট্রেনের ড্রাইভার বুঝতে পেরে দ্রুত নিজের চালিত ট্রেনটি থামিয়ে পেছাতে থাকে। ওই অবস্থায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনটি এসে সজোরে তেলবাহী ট্রেনটিতে ধাক্কা মারে। ফলে তেলবাহী ট্রেনের পিছন দিকে ৬ টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়।

তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি সিগন্যাল মেনেই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করছিলেন। কিন্তু বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলে এই দুর্ঘটনা বলে দাবি তার।

দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে যাওয়ার কথা থাকলেও সিগনাল অমান্য করে হল্ট স্টেশনে ঢুকে পড়াই এই দুর্ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, প্রাথমিকভাবে মালবাহী ট্রেনের চালক জুয়েলের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার খবরে রিলিফ ট্রেনসহ রেলওয়ের বিভাগীয় ও পশ্চিমাঞ্চলীয় কর্মকর্তারা দুর্ঘটনা স্থলেই উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান এই স্টেশন মাস্টার।

এদিকে, দর্শনা হল্ট স্টেশনে দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। সম্পাদনা : মাহফুজ উদ্দিন খান