খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: আজকের অপ্রতিরোধ্য ভারতীয় দলের পেছনে সবচেয়ে বড় অবদান সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তার ছয় বছরের অধিনায়কত্বকালে লড়াই করে জয় ছিনিয়ে আনার মানসিকতা তৈরি হয় দলটির মধ্যে, যা এখনও বিদ্যমান।
ভারতের অন্যতম সফল অধিনায়ক ‘দাদা’ ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসর নেন। এরপর খেলাটির প্রশাসনিক কাজের সাথেই যুক্ত আছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের (ক্যাব) বর্তমান প্রেসিডেন্ট গাঙ্গুলি জানিয়েছেন তিনি খুব করে জাতীয় দলের কোচ হওয়ার চেষ্টা করেছেন।
৪৫ বছর বয়সী গাঙ্গুলি ১৯৯৬ সালে টেস্ট অভিষেকে লর্ডসে সেঞ্চুরি করেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে। আর ওয়ানডে ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে তার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশের কোন অবকাশই নেই। অবসর নেয়ার পর থেকে সাফল্যের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন দাদা।
২০১৫ সাল থেকে ক্যাবের প্রেসিডেন্ট তিনি। তবে এর আগে চেষ্টা করেছেন ভারতের কোচ হওয়ারও, ‘যখন প্রশাসনে ঢুকলাম তখন জাতীয় দলের কোচ হওয়ার জন্য মরিয়া ছিলাম। জগমোহন ডালমিয়া আমায় বললেন ছয়মাস এজন্য চেষ্টা করতে। তারপর তিনি পরলোকগমন করলেন। আশেপাশে দায়িত্ব নেয়ার মত কেউ ছিল না তাই আমি ক্যাব প্রেসিডেন্ট হয়ে গেলাম।’
গ্রেগ চ্যাপেল কোচ হয়ে আসার পর দল থেকে হঠাৎ করেই বাদ পড়েন গাঙ্গুলি। চ্যাপেলের সাথে তার সমস্যার কথাও বলেছেন খোলাখুলি, ‘তিনি আসার আগে ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত আমার ক্যারিয়ার উর্ধ্বমুখী ছিল। কোন সিরিজ মিস করিনি। ছয়বছর ভারতের অধিনায়ক ছিলাম। কোন ক্যাপ্টেনই হুট করে দায়িত্বের সাথে দল থেকে জায়গা হারিয়ে ফেলা মেনে নিতে পারে না।’ ক্রিকইনফো