Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: এশিয়ার দেশগুলোর জন্যে ইরান তেল বিক্রিতে বিশেষ ছাড় দিয়েছে। জাপান ও ভারত ইতিমধ্যে ইরান থেকে তেল আমদানি বৃদ্ধিতে আগ্রহ দেখিয়েছে। রয়টার্স বলছে, জালানি তেল বিক্রিতে এধরনের ছাড় দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাচ্ছে। একই সঙ্গে দেশটির ওপর মার্কিন অবরোধের হুমকির বিরুদ্ধে এক বিশেষ কৌশল হিসেবে এধরনের জালানি নীতি গ্রহণ করেছে ইরান।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি ইরান থেকে কোনো দেশ তেল ক্রয় করলে তা পরিবহনের জন্যে কার্গো সুবিধা দেবে। গত ডিসেম্বরে ইরান তার তেলের মূল্য নির্ধারণ করে সর্ব নিম্ন পর্যায়ে। এর আগে সৌদি আরবের তেলের চেয়ে মূল্য প্রথমবার ইরান হ্রাস করেছিল গত অক্টোবরে। গত এক দশকের মধ্যে ইরানের তেল রফতানি হচ্ছে এখন সর্বনিম্ন দরে। এরফলে জাপান ও ভারত ইরান থেকে তেল আমদানি বৃদ্ধি করেছে।

ইরানের তেল রফতানির প্রধান গন্তব্য হয়ে উঠেছে এশিয়া। ২০১৫ সালে এশিয়ার দেশগুলোতে প্রতিদিন ৭ লাখ ৭০ হাজার ব্যারেল তেলের চাহিদা ছিল যা এখন আরো বেড়ে গেছে। ভারতের তেল সংস্থার চেয়ারম্যান বি অশোক বলেছেন, ইরানের কাছ থেকে তেল আমদানির বিষয়টি তার দেশের জালানি চাহিদা মেটানো, রিফাইনারিতে পরিশোধনের জন্যে সরবরাহ ও গ্রাহকদের যোগান দেওয়া বেশ সহায়ক হয়ে উঠেছে। সিঙ্গাপুর থেকে জালানি প্রতিষ্ঠান এঙ্গেলউড’এর ভাইস প্রেসিডেন্ট ভিক্টর শাম বলেন, ইরানের তেল কম দরে পাওয়া যাওয়ায় অনেক দেশ কৌশলগত জালানির মজুদ গড়ে তুলছে। বিশেষ করে তেলের বড় আমদানিকারক দেশ চীন ও ভারত এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে।