খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো ঠিক হবে না বিএনপি মহাসচিবের এমন বক্তবের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে প্রমাণিত হয়েছে, রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাক সেটা বিএনপি চায় না।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজনে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার কথা বলেছেন। কারন তাদের বিরুদ্দে আগুন দিয়ে মানুষ পোড়ানোর মামলা আছে, এই মামলা থেকে রক্ষা পেতে তারা নিখোঁজ হয়ে যান আবার কিছুদিন পরে তারা স্বশরীরে হাজির হন।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত উল্লেখ্য করে হাছান মাহমুদ বলেন, রংপুরে সংখ্যালঘুদের উপর হামলা এ সকল ঘটনা একই সূত্রে গাঁথা। বিএনপি চায় এ সকল ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে।
বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছেন। অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নিরীহ জনগণকে হত্যা করেছেন। এবারও যদি কর্মসূচির নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা কঠোর ভাবে প্রতিহত করবে।
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, বিএনপি যতবার ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুর ৭ই মর্চের ভাষণকে রাষ্ট্রিয় বেতার যন্ত্রে কখনও বাজায়নি।