খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: আমরা রাজনীতিকরা যদি দুর্নীতি মুক্ত থাকি, অটোমেটিক্যালী দেশে দুর্নীতি অর্ধেক কমে যাবে। যারা রাজনীতি করি তাদের মধ্যে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে ‘আমি শতভাগ সৎ মানুষ’? এখানেই সমস্যা।
শনিবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ইউনেস্কো কর্তৃক ৭ মার্চের ভাষণ ‘ওয়াল্ডস ডকুমেন্টারি হেরিটেজ’ স্বীকৃতি প্রধান উপলক্ষে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে ‘৭ মার্চ: আলোকের ঝরনাধারা’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার সততার রোল মডেল। আজকে বিশ্ব স্বীকৃত একজন সৎ রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এসেট আমাদের সততা, আমাদের নেতৃত্বের সততা। বাংলাদেশের মানুষ আমাদের নেতৃত্বের সততা, যোগ্যতা, দক্ষতার বিষয়ে আস্থাশীল। তাই আমরা বিশ্বাস করি, এই সততা, যোগ্যতা, দক্ষতাকে পুঁজি করে আগামী নির্বাচনে অন্যান্য সবাইকে পরাজিত করে আমরা বিজয়ী হবো।
এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কথা বলে, বঙ্গবন্ধুর নাম নিয়ে অপকর্ম করে, এ ধরণের বঙ্গবন্ধুপ্রেমী আওয়ামী লীগে কোনো প্রয়োজন নেই। বঙ্গবন্ধুর নামে সাইনবোর্ড টানিয়ে জমি দখল, চাঁদাবাজি হচ্ছে। এ ধরণের সংগঠন, প্রতিষ্ঠান যারা করে তাদেরকে আওয়ামী লীগ ঘৃণা করে। এদেরকে বহিষ্কার করা হবে এবং এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমকালের সম্পাদক গোলাম সারোয়ার। প্রফেসর সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন, ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েত্রিস কালদান, অথনীতিবিদ ড. কাজী খালেকুজ্জামান আহমেদ, চিত্রশিল্পি হাশেম খান, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, আবৃত্তিকার হাসান আরিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমূখ।