খােলা বাজার২৪। রবিবার , ২৬ নভেম্বর, ২০১৭: বাবর আজমের পর সিলেট সিক্সার্সে যোগ দিলেন সোহেল তানভীর। জয়ের ধারায় ফিরতেই দলে সোহেল তানভীরের মতো নতুন অস্ত্র সংযোজন করেছে সিলেট। এ ছাড়া পাকিস্তানি পেস কিংবদন্তি ওয়াকার ইউনুস দলটির মেন্টর হিসেবে কাজ করছেন ।
যোগ দিয়েই অুনশীলন শুরু করেছেন সোহেল তানভীর। আজ চট্টগ্রামে সকাল থেকেই দলের সঙ্গে প্রাকটিস করেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর আগেও খেলেছেন তানভীর।
উল্লেখ্য, বিপিএল সিজন-ফাইভে’র প্রথম তিন ম্যাচে টানা জয় পায় নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। এরপর হঠাৎ করেই ছন্দপতন। এক লাফে নেমে গেলে টেবিলের পাঁচে। ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৭ পয়েন্ট পাওয়া নাসির-সাব্বিররা রয়েছে পঞ্চমস্থানে।