খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: দক্ষিণখানে পঞ্চাশোর্ধ এক মাকে ছুরি মেরে হত্যা করেছে তার ছেলে। যাকে মানসিক প্রতিবন্ধী বলছেন স্বজনরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দক্ষিণখানের খলিল বক্স রোডের এক বাসায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মমতাজ বেগম। তার ছেলে হাবিবুল্লাহ খান রাজনকে (২৫) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দক্ষিণখান থানার এসআই মো. মফিজ জানান, রাতে রাজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার মা।
বাসার অন্যরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন। স্বজনরা আমাদের বলেছেন, রাজন মানসিক প্রতিবন্ধী। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। মমতাজের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সূত্র: মানবজমিন।