খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মাসাজ পার্লার ‘মাসাজ এনভি স্পা’র বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছে অন্তত ১৮০ জন নারী। ‘বাজফিড’ নিউজের একটি তদন্ত থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।
পুরো দেশে মাসাজ এনভি স্পা’র কমপক্ষে ১২শ শাখা রয়েছে। প্রায় সবগুলো শাখাই এই অভিযোগের অর্ন্তভুক্ত।
বাজফিডের তদন্ত শুরু হয় পশ্চিম চেস্টারের সুসান ইনগ্রামের সাক্ষাতকার থেকে। ২০১৫ সালে এনভি স্পা’র ৬টি সেশনের শেষ দিনে জেমস ডেইটার নামক ওই স্পা’র একজন থেরাপিস্ট সুসানকে যৌন নির্যাতন করে। পরবর্তীতে স্পা কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে কোন পদক্ষেপ না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে জানায় সুসান।
সুসানের মত এমন হাজারো নারী এনভি স্পা’র বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের মধ্যে লিখিত অভিযোগ রয়েছে ১৮০টি। যদিও এসকল অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে স্পা কর্তৃপক্ষ।
ইতোমধ্যে সুসান সহ বেশ কয়েকজন নারী এনভি স্পা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। আগামী জানুয়ারিতে মামলাটি আদালতে উঠবে। এনভির বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আরো অনেক নারী যৌন নির্যাতন থেকে রক্ষা পাবে বলে মনে করছে সুসান। বাজফিড নিউজ