খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: সম্প্রতি জামালপুরের ষ্টেশন রোডের ছরমন প্লাজায় যমুনা ব্যাংক লিমিটেডের ১১৪তম শাখার উদ্ধোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক গোলাম দস্তগীর গাজী,বীর প্রতিক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন খান, সৈয়দ আতিকুর রহমান ছানা। এছাড়াও ময়মনসিংহ অঞ্চলের ব্যাংকটির শাখা ব্যবস্থাপকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম।