খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: গণতন্ত্র এখনো নিরাপদ নয়। এখনো গণতন্ত্র ও রাষ্ট্রের ওপরে সাম্প্রদায়িক জঙ্গি হামলাটা অব্যাহত রয়েছে। শহীদ মিলন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কালে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। সূত্র- যমুনা টিভি
৯০ -এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামছুল আলম খান মিলনের মৃত্যু বার্ষিকীতে ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সোমবার সকালে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে শ্রদ্ধা জানান জাসদের নেতা কর্মীরা।
এ সময় তথ্য মন্ত্রী বলেন, শহীদ মিলনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। দেশের স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে দেশ থেকে শিগগিরি জঙ্গিবাদ নির্মূল করা হবে।
শ্রদ্ধা জানান, ডাকসুর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি নেতা আমানুল্লাহ আমান। তারা শহীদ মিলন হত্যার পুনর্তদন্ত দাবি করেছেন।
শহীদের পরিবারের পক্ষ থেকে তার মা ও স্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিলনের মা বলেন, গণতন্ত্রহীন এক দেশে বাস করছি মনে হচ্ছে। সামনের নির্বাচনে আবার গণতন্ত্র যেন ফিরে আসে এটা আমাদের প্রত্যাশা।
তথ্যমন্ত্রী বলেন, এখনো গণতন্ত্র ও রাষ্ট্রের ওপর সাম্প্রদায়িক জঙ্গি হামলাটা অব্যাহত রয়েছে। ফলে গণতন্ত্র এখনো নিরাপদ হয়নি।