Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান সিরিজে টেস্ট সিরিজের পরই শুরু হবে ওয়ানডে সিরিজ। আর ঘরের মাঠে এই সিরিজেই বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। এই সিরিজে কোহলির জায়গায় অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।

বলিউডের নায়িকা আনুশকা শর্মা তার দীর্ঘদিনের বান্ধবী। এবার হয়তো তার সাথে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন কোহলি। ডিসেম্বরে বিয়ের সময় নির্ধারিত করা হয়েছে বলে গুজব রয়েছে। তাকে সত্য প্রমাণ করতেই যেন ওয়ানডেতে খেলা থেকে অব্যাহতি দেওয়া হলো কোহলিকে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কোহলি-আনুশকা জুটি।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক বার্তায় এ খবর জানানো হয়েছে। ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নেওয়ায় ফর্মে থাকা ওপেনার রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রোহিত শর্মার। -টাইমস অব ইন্ডিয়া