খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির গফরগাঁওয়ের হাফিজ উদ্দিন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। সোমবার দুপুরে তিনি এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-তোফাজ্জল হোসেন ও ফেরদৌস। মামলার বাকি ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া জানান, ২০০৪ সালের নভেম্বরে গফরগাঁও উপজেলার হাফিজ উদ্দিনকে হত্যা করেন আসামিরা।
এ ঘটনায় তার স্ত্রী আক্তার খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত দুপুরে এ রায় দেন।