Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। কে ফেভারিট-এই বিতর্কে তাই এখন থেকেই সরগরম ফুটবল দুনিয়া। ফেভারিটদের কথা বলতে গেলে আপনি কখনোই বাইরে রাখতে পারবেন না ডিফেন্ডিং চ্যাম্পিয়নের নাম। তবে আর্জেন্টিনার কোচ সাম্পাওলি সেটাই করছেন। তার সাফ কথা, ‘জার্মানির খেলা আমার ভালো লাগে না।’

রাশিয়া বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন নিয়েই নামবে জার্মানি। এবার কাপ জিতলে ব্রাজিলের পর পর দ্বিতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে জোয়াকিম লো’র শিষ্যরা। ব্রাজিল টানা দুইবার জিতেছিল ১৯৫৮ আর ১৯৬২ সালে।

তবে মাঠের লড়াইয়ে কে ফেভারিট থাকবে, সেটা পরের কথা। হোর্হে সাম্পাওলি জার্মানিকে ফেভারিটদের কাতারে রাখতে পারছেন না। তিনি বলেন, ‘আমি জার্মানির খেলা পছন্দ করি না। আমি ব্রাজিল, ফ্রান্স আর স্পেনকে আর্জেন্টিনার থেকে এগিয়ে রাখব। আমি জার্মানির নাম বলছি না। তবে তাদের ভুলেও যাচ্ছি না।’

এবার আসা যাক, আর্জেন্টিনার সম্ভাবনার প্রসঙ্গে। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রায় পুরোটাই দাঁড়িয়ে লিওনেল মেসির কাঁধে। বার্সা সুপারস্টারের সঙ্গে আর কারও তুলনা চলে না বলেই মনে করছেন সাম্পাওলি।

এমনকি আর্জেন্টিনা কোচের চাকরিটা নেয়ার সময়ও মেসির নামটিই প্রথমে মনে এসেছে, জানিয়েছেন তিনি। এ সম্পর্কে সাম্পাওলি বলেন, ‘জাতীয় দলের কোচের প্রস্তাব পাবার পর আমি দ্বিতীয়বার ভাবিনি। কারণ আমি চাইনি বিশ্বসেরা ফুটবলার মেসিকে কোচিং দেয়ার সুযোগটা মিস করতে।’