খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭:মঙ্গলবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইটান্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।
ইতিমধ্যে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আজকের ম্যাচে জিতলেই চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে খুলনা টাইটান্সের। এমন সমীকরণে শুরুতেই বিপদে মাহমুদুল্লাহ বাহিনী।
পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের ঘূর্ণিতে দিশেহারা খুলনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৭ ওভার শেষে ৫টি উইকেট হারিয়ে মাত্র ৪০ রান তুলেছে। মালিক ৩টি, মেহেদি ও সাইফুদ্দিন একটি করে উইকেট নিয়েছেন।