Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭: শেষ চারে ওঠার লড়াইয়ে জমে উঠেছে বিপিএল। হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছে দুই দল। জিতলেও যে শেষ চার নিশ্চিত তাও নয়। তবে আশাটা জিইয়ে থাকবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোকাবেলা করবে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। জয়ের লড়াইয়ে টস জিতেছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। প্রথমে ব্যাটিং নিয়েছে দলটি। ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

এবার বিপিএলে ৭টি দলের মধ্যে শীর্ষ চারটি অবস্থানে আছে খুলনা টাইটান্স (৯ ম্যাচে ১৩ পয়েন্ট), ঢাকা ডায়নামাইটস (৯ ম্যাচে ১১ পয়েন্ট), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৭ ম্যাচে ১০ পয়েন্ট) ও রংপুর রাইডার্স (৯ ম্যাচে ১০ পয়েন্ট)। শেষের তিনটি স্থানে আছে সিলেট সিক্সার্স (১০ ম্যাচে ৭ পয়েন্ট), রাজশাহী কিংস (৯ ম্যাচে ৬ পয়েন্ট) এবং চিটাগং ভাইকিংস (৯ ম্যাচে ৫ পয়েন্ট)। শেষ চারে ওঠার ক্ষেত্রে ইতোমধ্যেই ১৩ পয়েন্ট অর্জন করায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে খুলনার।