খােলা বাজার২৪। বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭: মো:রাসেল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরিপুর এলাকায় অবস্থিত কোহিনুর জুট মিলে বিনামূল্যে ডায়াবেটিক রোগ নির্ণয় ক্যাম্প ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ¦ তারেক আহমেদ সকাল ১০ টায় ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। মিলের প্রায় ৫ শতাধিক শ্রমিক এই ক্যাম্প থেকে সেবা গ্রহণ করে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন,সহ সভাপতি আলহাজ¦ মোমেন সরকার,যুগ্ম সম্পাদক আমিনুল হক বাচ্চু,নির্বাহী সদস্য এম এ বাশার বাচ্চু,রাসেল বিন হাসনাত,ডাঃ নুরুল্লাহ আল মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা মাসুম হায়দার প্রমুখ। ম্যানেজিং ডাইরেক্টর তারেক আহমেদ জানান মিলের শ্রমিকদের চিকিৎসার জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।