Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আর এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুকে জেতাতে কোমর বেঁধে নেমেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ঝন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ সব ধরনের কাজে তাকে সার্বক্ষণিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।

এসব বিষয় তদারকি করতে আগামী ৩ ডিসেম্বর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রংপুরে যাওয়ার কথা রয়েছে।পাশাপাশি দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ৪ ডিসেম্বর রংপুরে যাবেন। তারা ২১ ডিসেম্বর নির্বাচন পর্যন্ত রংপুরে অবস্থান করে ঝন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ দলের কর্মকাণ্ডের তদারকি করবেন।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ১১টি টিম গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকে ঝন্টুকে মেয়র প্রার্থী ঘোষণা করার পর সবাইকে নিয়ে তার পক্ষে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘আমরা প্রতিদিনই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।’

এদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাবেক মেয়র সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুর দূরত্বকে কেন্দ্র করে স্থানীয় নেতাদের অনেকেই তাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাদের মান ভাঙাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাস্থলে নিজে উপস্থিত হয়ে সহযোগিতা চেয়েছেন মেয়র প্রার্থী ঝন্টু।