Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: মোহামেদ সালাহর জোড়া গোলে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ক্লপের শিষ্যরা আর জিরুদের জোড়া গোলে নবাগত হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এ জয়ে পয়েন্ট টেবিলের অবস্থান শক্ত করল দুই দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। ইংলিশ ফরোয়ার্ড ডোমিনিক সোলাঙ্কির পাস ধরে সেনেগালের ফরোয়ার্ড মানের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের ৭৭ ও ৮৩ মিনিটে দুই গোল করে দলের সহজ জয় নিশ্চিত করেন সালাহ।

এদিকে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। অ্যারন র‌্যামজির ফ্লিকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত। ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরুদ। ওজিলের পাস ধরে সহজে লক্ষ্যভেদ করেন ফরাসি এই তারকা।

পরের মিনিটেই ওজিলের ক্রসে গোলদাতার তালিকায় নাম লেখান সানচেজ। ম্যাচের ৭১ মিনিটে অ্যারন র‌্যামজির পাস পেয়ে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার ওজিল। আর ৮৭ মিনিটে নবাগত হাডার্সফিল্ড টাউনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জিরুদ।