খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: ২০১২ সালের নির্বাচনে হেরে যাওয়া মিশরের সাবেক প্রেসিডেন্ট আহমেদ শফিককে আরব আমিরাত ত্যাগ করার অনুমতি দিচ্ছেনা দেশটির সরকার। বুধবার আল জাজিরাকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রসঙ্গে ভিডিও বার্তাটিতে শফিক বলেন, ‘আমিরাত থেকে বের না হতে পারার বিষয়টি নিয়ে আমি অত্যন্ত অবাক হয়েছি।’
এদিকে, বেশ কিছুদিন আগে শফিক তার এক ঘোষণায় পরবর্তী নির্বাচনে মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল সিসির বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেন। সৌদি এবং তার আরব মিত্র আমিরাতের সাথে এলসিসির উষ্ঞ সম্পর্ক থাকায় শফিককে অবরুদ্ধ কওে রাখা হতে পাওে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামের শেহেতা আল জাজিরাকে জানায়, ‘শফিকের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টির পেছনে বর্তমান প্রেসিডেন্টের হাত থাকতে পারে। সিসির সুবিধার কারনেই আমিরাত এরকম করে থাকতে পারে।’ তিনি আরো বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সিসির বিষয়ে কোনো আগ্রহ থাকতে পারে।’
উল্লেখ্য, ২০১১ সালে শফিক হোসনে মুবারকের পতনের পর ক্ষমতায় আসেন। ২০১২ সালে প্রেসিডেন্ট মুরসির সাথে নির্বাচনে হেরে গেলে আমিরাতে চলে আসে শফিক। পরবর্তীতে ২০১৩ সালে মুরসিকে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করে সিসি। আল জাজিরা