Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: আন্তর্জাতিক মহলের নিন্দায় চাপে পড়ে ছেড়ে দেওয়ার এক সপ্তাহের মধ্যেই হাফিজ সাঈদকে ফের গ্রেফতার করল পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তান সরকার এবার মুম্বই হামলার মাস্টারমাইন্ডের বিরুদ্ধে নতুন একগুচ্ছ অভিযোগ পেশ করতে চলেছে। সন্ত্রাসবাদে হাত থাকার মামলায় সাঈদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি, এই কারণ দেখিয়ে তাকে গৃহবন্দি দশা থেকে ছেড়ে দিতে গত ২৪ নভেম্বর নির্দেশ দিয়েছিল পাকিস্তানের এক আদালত।

সঙ্গে সঙ্গে এর তীব্র প্রতিবাদ জানায় ভারত। আমেরিকাও পাকিস্তানকে জানিয়ে দেয়, সাঈদকে ফের গ্রেফতার করতে হবে, নইলে এর প্রভাব পড়বে পাক-মার্কিন সম্পর্কে। সাঈদের ছাড়া পাওয়ার ঘটনায় প্রবল উদ্বেগ জানায় তারা। সেই চাপেই সম্ভবত আগের অবস্থান থেকে সরে এসে তাকে ফের কারাগারে ঢোকানোর সিদ্ধান্ত পাকিস্তানের। ঘটনাচক্রে, গত পরশু প্রাক্তন পাক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মুশারফ নিজেকে সাঈদের কট্টর সমর্থক বলে দাবি করে তার সঙ্গে অতীতে দেখা করেছেন বলে ঘোষণা করেন। বলেন, আমি সাঈদকে পছন্দ করি। সঈদের সংগঠন লস্কর-ই-তৈবারও প্রশংসা করেন তিনি।সূত্র: টাইমস নাউ নিউজ।