খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিশ্ববাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনে এসএমই শিল্পখাতে নতুন উদ্ভাবন ও সৃজনশীলতার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিশ্বায়নের প্রেক্ষাপটে এখন গোটা পৃথিবীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার সুযোগ কাজে লাগিয়ে এশিয়া অঞ্চলের দেশগুলো টেকসই অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্য অর্জনে এগিয়ে আসতে পারে।
ভারত সফররত শিল্পমন্ত্রী বৃহস্পতিবার ২১তম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেজ এর উদ্যোগে নয়াদিল্লীর ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে দু’দিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি শ্রী এম. ভেনকিয়া নাইডু। এতে ভারতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং, বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু, মরিশাসের বাণিজ্য, শিল্প ও সমবায়মন্ত্রী সোমিলদূত ভোলা বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মেলাতে এসএমইখাতে নতুন উদ্ভাবন ও সৃষ্টিশীলতার প্রয়োগ বাড়াতে হবে। এজন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গবেষণা জোরদার করতে হবে। এখাতে বিনিয়োগ বাড়াতে আইনি ও নিয়ন্ত্রণ কাঠামো, কর ব্যবস্থা, প্রতিযোগিতামূলক নীতি ও অর্থায়নের সুযোগ অবারিত করতে হবে। এর মাধ্যমে দ্রুত নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জনকল্যাণ নিশ্চিতের সুযোগ রয়েছে বলে তিনি অভিমত দেন।
বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জিডিপিতে এসএমইখাতের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির শতকরা ৪০ ভাগ এসএমইখাত যোগান দিচ্ছে। অস্ট্রেলিয়ার শতকরা ৯৮ ভাগ ব্যবসা এসএমইখাতের আওতাভূক্ত এবং এখাত থেকে দেশটিতে ৪.৮ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ অভিজ্ঞতার আলোকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতেও এসএমইখাতের কার্যকর বিকাশ ঘটাতে হবে। তিনি এসএমইখাতে বিদ্যমান দুর্বল অবকাঠামো, ব্যাংক ঋণ প্রদানে অনীহা, সনাতন প্রযুক্তি, নিম্ন উৎপাদনশীলতা, জনবলের অদক্ষতা, আধুনিক বিপণন পদ্ধতির অভাব, মেধা সম্পদের পাইরেসিসহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।