খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭:তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন পোপ ফ্রান্সিস আজ শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এক প্রার্থনা সভায় পৌরহিত্য করবেন। বিকেল ৩টা ২০ মিনিটে ভ্যাটিকান দূতাবাসে পোপের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: ইনডিপেডেন্ট টিভি
বিকেল চারটা ১৫ মিনিটে কাকরাইলের রমনা ক্যাথিড্রালে যাবেন পোর। সেখানে আর্চবিশপ হাউসে বিশপদের সাথে বৈঠক করবেন। ৫ টায় যোগ দেবেন আন্তঃধর্মীয় সমাবেশে। সফরের শেষ দিন শনিবার সকাল দশটায় তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁওয়ের হোলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন।
বেলা ৩ টা ২০ মিনিটে নটরডেম কলেজের তরুণদের সাথে মতবিনিময় করবেন পোপ ফ্রান্সিস। আগামী শনিবার বিকেলে পোপের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিকেল পৌণে পাঁচটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আনুষ্ঠানিক বিদায় শেষে ৫টা ৫ মিনিটে রোমের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।