খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: জাপানের সম্রাট আকিহিতো ২০১৯ সালের ৩০ এপ্রিল সিংহাসন ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সরকার ও রাজ পরিষদের আলোচনাসভা শেষে এ ঘোষণার কথা জানান।
৮৫ বছর বয়স্ক সম্রাট দায়িত্বপালনে বাধা হিসেবে তার বয়স ও শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করেছেন। সম্রাটের দায়িত্ব পালনের সময়সীমা নিয়ে জাপানে দুই শতাব্দী আগে প্রথম বিতর্ক উঠেছিলো।
হিইসা যুগের শেষে দায়িত্ব নেওয়া সম্রাট আকিহিতো ২০১৯ সালের পহেলা মে বড় ছেলে ক্রাউন প্রিন্স নারুহিতোকে দায়িত্ব হস্তান্তরের মধ্যদিয়ে নতুন যুগের সূচনা করবেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালের জানুয়ারিতে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর ৫৬ বছর বয়সে আকিহিতো জাপানের রাজসিংহাসনে বসেন। পরবর্তীতে ২০১৯ সালে প্রিন্স নারুহিতো যখন সিংহাসনের দায়িত্ব নেবেন তখন তার বয়স হবে ৫৯ বছর। বিবিসি