Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: আবারও ইনজুরিতে পড়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সফরে এসেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেটি কাটিয়ে ব্রিজবেনে খেলেছেন প্রথম টেস্টে । তবে ২ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে আবার শঙ্কা তৈরি হয়েছে তাকে নিয়ে। ব্রিজবেন টেস্টে ডান হাতের তর্জনী কেটে গিয়েছিল তার। সেই ক্ষত এখনো সেরে ওঠেনি। মঈন আলির খেলা নিয়ে শঙ্কা থাকায় তার পরিবর্তে অভিষেক হতে পারে ২০ বছর বয়সী লেগস্পিনার ম্যাসন ক্রেনের।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল দলটি। সেই ইনিংসে অজি স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ে মঈনের উইকেট হারানোটি ছিল বিতর্কিত। আউট হওয়ার আগে তার ৪০ রানের ইনিংসে ছিল প্রতিরোধ গড়ার আভাস। তিনি সাজঘরে না ফিরলে ফলাফল অন্যরকমও হতে পারত। অজিদের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ২ উইকেট পেয়েছিলেন মঈন। আঙুল কেটে যাওয়ার দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ ওভার বল করেছেন।

অ্যাডিলিডে দ্বিতীয় টেস্টে তাকে প্রয়োজন ইংল্যান্ড দলের। অধিনায়ক জো রুট শুক্রবার জানিয়েছেন ভালভাবে পর্যবেক্ষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, ‘প্রাকটিসের পর সবকিছু ভালভাবে পর্যবেক্ষণ করা হবে। তার ক্ষতের অবস্থা দেখা হবে। আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা তাও দেখা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নিতে পারব।’ তবে বল করতে না পারলেও তাকে ব্যাটসম্যান হিসেবে খেলানোর ইচ্ছে রুটের, ‘অনেকদিন থেকেই তার ব্যাটিং দলের জন্য আস্থার প্রতীক। তাই আমার মনে হয় সে ব্যাটসম্যান হিসেবে খেলবে। সে খুব ভালো একজন ব্যাটসম্যান। তার মাঝে অন্যতম সেরা হওয়ার সম্ভাবনা আছে।’সূত্র- ক্রিকবাজ