Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: সম্প্রতি ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবন, ১৬০/এ,কাকরাইল, ঢাকায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানীত চেয়ারম্যান, মোঃ ইসমাইল হোসেন সিরাজী।

সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান, আলহাজ্ব নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম, এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাইফুদ্দীন আহমদ, মোঃ মোফাজ্জল হোসাইন, মোঃ আবদুস সালামসহ প্রধান কার্যালয়ের নির্বাহী,কর্মকর্তা ও কর্মচারী , ব্যাংকটির ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী ৫টি জেলার সকল শাখার নির্বাহী ,কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের প্রায় ১০০জন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্ত প্রদান করেন।