খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: জবি প্রতিনিধি মেহেদী হাসান : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে আদালতের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে মিছিলটি সকাল ১১.০০ ঘটিকায় রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে জর্জকোর্ট হয়ে শাঁখারীবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
জবি ছাত্রদলের সাধারন সম্পাদক আসিফ রহমান বিপ্লব এসময় বলেন, দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারী পরয়ানা জারি করে সরকার ভয় দেখাতে চাচ্ছে, জবি ছাত্রদল দেশনেত্রীর যে কোনো নির্দেশ পালনে বদ্ধ পরিকর।
মিছিলে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল জলিল, মিরাজ রহমান, এ ডি এম বাকীর জুয়েল, এস এম আল আমিন, রেজাউল করিম, আবি আব্দুল্লাহ জুয়েল।
যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম মোস্তাফিজুর রহমান, কে এম সাখাওয়াত হোসেন, আবুল খায়ের ফরাজি, মিজানুর রহমান শরীফ, মো: সালাউদ্দীন, ইব্রাহীম কবির মিঠু।
সহ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন, আতিকুর রহমান, রেদোয়ান উল্ল্যাহ অর্নব, জোবায়ের আহমেদ, সফিক জামিল।
প্রচার সম্পাদক মোহাম্মদ জুয়েল মৃধা চৌধুরী সহ শতাধিক নেতাকর্মী।