Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে আগাম নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।

তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তবে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের কথা ভাবলে সেটা শুধুমাত্র তার এখতিয়ার। নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, সেটা আগামী মাসে হলেও।

তিনি বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সরকার জারি করেনি, করেছেন আদালত। এই পরোয়ানার বিরুদ্ধে বিক্ষোভ করে বিএনপি নেতারা আদালত অবমাননা করছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।