খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: (সিনিয়র স্টাফ রিপোর্টার-মোঃ মিজানুর রহমান)ঃ ‘দৈনিক খোলাবাজার’ পত্রিকার ১৫ বছর পূর্তি আজ। ১৫ বছর পূর্তি উপলক্ষে পত্রিকার পক্ষে প্রকাশক ও সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে সকল শ্রেণীর পাঠক, লেখক, রিপোর্টার বা সংবাদকর্মী, বিজ্ঞাপন প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
২০০৩ সালের ১ লা ডিসেম্বর ‘দৈনিক খোলাবাজার’ এর জন্ম। বিজয়ের মাসের প্রথম দিনেই জন্মলাভ করে ‘দৈনিক খোলাবাজার’। বিজয় মাসে বিজয়ের সংবাদ পরিবেশনের মাধ্যমেই ‘দৈনিক খোলাবাজার’ “প্রচার ও প্রকাশে বিশ্বস্ত’ শ্লোগানে পথচলা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত দৈনিক খোলাবাজার সত্য, সঠিক, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে। সত্য, সঠিক, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক খোলাবাজার কখনো কারো কাছে বা কোন শক্তি তথা পেশী শক্তির কাছে মাথা নত করে নি। সত্য, সঠিক, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক খোলাবাজার “বল বীর-বল উন্নত মম শির”।
একটি শিশু যেমন জন্মলাভ করে ধীরে ধীরে হাটি-হাটি পা-পা করে বেড়ে উঠে এক সময় মহীরুহ ধারণ করে, ঠিক তেমন প্রয়াস নিয়েই দৈনিক খোলাবাজার ধীরে ধীরে সে পথ পরিক্রমায় এগিয়ে চলছে। হাটি-হাটি পা-পা করে পথচলা শুরু করে এখন দৈনিক খোলাবাজারে দেশের জেলা-উপজেলা পর্যায়েও অসংখ্য সংবাদকর্মী নির্ভীকচিত্তে কাজ করে যাচ্ছে। খোলাবাজার শুরু থেকেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অকুতোভয়। সমাজের সকল স্তর বা সকল শাখার সবার সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও ভূমিকা পালন করে আসছে। শুধু দেশের না বিদেশেরও খবরা-খবর দৈনিক খোলাবাজার গুরত্বসহকারে প্রচার ও প্রকাশ করে আসছে। দৈনিক খোলাবাজার তার চলার পথ পরিক্রমায় ডিজিটাল ও আধুনিকতারও ছাপ রেখেছে। এ লক্ষেই দৈনিক খোলাবাজার ২০১২ সাল থেকে ‘কযড়ষধনধুধৎ২৪.পড়স’ নামে অনলাইন ভার্সন চালু করে নিত্য-নতুন খবরা-খবর প্রচার ও প্রকাশ করে আসছে। খোলাবাজারে তার অন লাইন ভার্সনের মাধ্যমে পৃথিবীর যে কোন জায়গায় থেকে যে কোন বাংলা ভাষ-ভাষী পাঠক সংবাদ পাঠ করতে বা পড়তে পারবে। দৈনিক খোলবাজার দেশ-বিদেশের গুরত্বপূর্ণ সংবাদ প্রচার ও প্রকাশ সাহসিকতার সাথে করে আসছে এবং আসতেছে। পাঠক ও শুভানুধ্যায়ীদের সুবিধার্তে খোলাবাজার সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও বিভাগ ভাগ করে সংবাদ পরিবেশন করে আসছে। দেশ-বিদেশের গুরত্বপূর্ণ খবরা-খবর জাতীয় শাখায়, তাৎক্ষনিক ঘটিত কোন সংবাদ দ্রুত পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে শীর্ষ শাখায় সংবাদ পরিবেশন করে থাকে। আছে রাজনৈতিক সংবাদ পরিবেশনের জন্য রাজনীতি শাখা, আর্থনৈতিক খবরা-খবর পরিবেশনের জন্য অর্থনীতি শাখা, খেলাধূলা’র খবর পরিবেশনের জন্য খেলাধূলা শাখা, দৈনন্দিন বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের খবরা-খবর এর জন্য আছে বিনোদন শাখা, শিক্ষা ও শিক্ষাবিষয়ক সকল খবরা-খবরের জন্য আছে শিক্ষা শাখা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরের জন্য আছে তথ্য-প্রযুক্তি শাখা, বিদেশের খবর প্রচার ও প্রকাশের জন্য আছে আর্ন্তজাতিক শাখা, স্বাস্থ্যই সকল সুখের মূল এ লক্ষে সংবাদ পরিবেশনের জন্য আছে স্বাস্থ্য শাখা, মানুষের জীবনের বাঁকে বাঁকে শাখা-প্রশাখার নিত্য-নতুন, আধুনিক খবরা-খবর পরিবেশনের জন্য আছে লাইফ স্টাইল শাখা এবং দেশের ভিতরে ঘটে যাওয়া বিভিন্ন খবরা-খবর পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আছে সারাদেশ শাখা। এছাড়াও কোন খবরা-খবরই যেনো পাঠকের কাছে পৌঁছানো বাদ না যায় সে লক্ষেই আছে অন্যরকম শিরোনামে এক শাখা। পঠকদের জন্য একর ভিতরে সব এ দিক লক্ষ রেখেই খোলাবাজার অকুণ্ঠচিত্তে জীবনের জন্য প্রযাজ্য সকল শাখার সকল খবরা-খবর প্রচার ও প্রকাশ করে আসছে। আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পেক্ষাপট অবলম্বন করে দৈনিক খোলাবাজার নন্দিত ও নিন্দিত খবরা-খবরও পরিবেশন করে আসছে। খোলাবাজার গবেষণা, প্রতিবেদনমূলক ও বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও মতবাদসমূহ প্রচার ও প্রকাশের জন্য ‘ফিচার’ শিরোনামে বিভাগ খুলে-তা যথাযথভাবে প্রচার ও প্রকাশ করে আসছে।
“দৈনিক খোলাবাজার” ও ‘ কযড়ষধনধুধৎ২৪.পড়স’ তার পথ পরিক্রমায় বাধা-বিঘœ পেরিয়ে সাহসিকতার সাথে সত্য, সঠিক, বস্তুনিষ্ট তথ্য, সংবাদ বা খবরা-খবর প্রচার ও প্রকাশ করে আসছে এবং এ যাত্রা আগামীতেও অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। “দৈনিক খোলাবাজার” ও ‘কযড়ষধনধুধৎ২৪.পড়স’ প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের দোয়া ও আর্শীবাদ পাবার আকাঙ্খা নিয়ে আবারও সকল শ্রেণীর পাঠক, লেখক, রিপোর্টার বা সংবাদকর্মী, বিজ্ঞাপন প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে এবং সেই সাথে এ প্রয়াসও রাখছে যে আগামীতে সবাইকে “দৈনিক খোলাবাজার” ও ‘ কযড়ষধনধুধৎ২৪.পড়স’ পাশে পাবে।