খােলা বাজার২৪। রবিবার, ৩ ডিসেম্বর , ২০১৭: যশোরের উপশহরে এক এনজিও কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপশহরের সি-ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গোলাম সিদ্দিক ভিকু (৫০) উপশহরের সি-ব্লকের ইয়াসিন সিদ্দিকের ছেলে ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা এনজিও মালিক ভিকুর মাথায় গুলি করে পালিয়ে গেছে। তবে কারা এবং কেন তাকে হত্যা করলো তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে এবং অভিযান শুরু করেছে।