খােলা বাজার২৪। রবিবার, ৩ ডিসেম্বর , ২০১৭: বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দীর্ঘ শোষণ-বঞ্চনা আর আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন, সমগ্র জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন বিপ্লবী ভাষা সৈনিক আবদুল মতিন। ১৯৫২ সালে পাকিস্তানী শাষকের ভাষা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার নেতৃত্ব দিয়ে অধিকার আদায়ে সমগ্র জাতিকে সংগ্রামের পথ দেখিয়েছিলেন আবদুল মতিন।
রবিবার নয়াপল্টনস্থ যাদুমিয়া মিলনায়তনে ভাষা সৈনিক আবদুল মতিনের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ভাষা সৈনিক আজীবন দেশের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন। এক কথায় ভাষা মতিন ছিলেন দুঃসাহসী ও মানবতাবাদী রাজনীতিবিদ।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশকে বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। তারা সব কিছুই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে করছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে ভাষা মতিনের আপোষহীন জীবন থেকে শিক্ষা গ্রহন করতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় ইতিহাসের বিভিন্ন স্তরে, বিভিন্ন সময়ে মানব সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন প্রতিভার জন্ম হয়। ভাষা সৈনিক আবদুল মতিন আবির্ভাবও এমন একটি ঐতিহাসিক পটভূমিতে সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে। ভাষা মতিন আজীবন দেশের জন্য-মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন। দেশ ও জাতির কল্যাণ ছাড়া তাঁর মাথায় অন্যকিছু ছিল না। তিনি আজীবন সংগ্রাম প্রিয় মানুষ ছিলেন। তার দেশপ্রেম জাতিকে মুগ্ধ করেছিল।
সভাপতির বক্তব্যে মো. শহীদুননবী ডাবলু বলেন, ভাষা সৈনিক আবদুল মতিন একজন আদর্শ রাজনীতিক। তার প্রথম জীবন থেকেই তিনি সাধারন মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতেন। তার সংগ্রামী জীবন, বিদ্রোহী চেতনা ঘুমঘোরে আচ্ছন্ন জাতিকে অধিকার আদায়ের অনুপ্রেরনা যোগায়।
নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র আলোচনায় অংশ গ্রহন করেন বাগেরহাট জেলা বিএনপি উপদেষ্টা ড. কাজী মণিরুজ্জামান মনির, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার, তৃণমূল নাগরিক আন্দোলন সভাপতি মুহম্মদ মফিজুর রহমান লিটন, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো: কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, আবদুল্লাহ আল কাউছারী, ছাত্রনেতা সোলায়মান সোহেল প্রমুখ।