Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ৪ ডিসেম্বর , ২০১৭: বর্তমানে বিশ্বব্যাপি আগ্নেয়গিরিগুলোর অগ্ন্যুৎপাতের মাত্রা এত বেশি বেড়ে গেছে যে, গত ২৫ হাজার বছর পূর্বে ঘটা অগ্ন্যুৎপাতের মাত্রাকেও ছাড়িয়ে গেছে।

‘জার্নাল আর্থ এন্ড প্ল্যানেটারি সাইন্স লেটার’ এর গবেষণা মতে, অতীতে সাধারণত প্রতি ৫০ হাজার বছর থেকে ৭ লাখ বছরের মধ্যে মাত্রাতিরিক্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের (সুপার-ইরাপশন) ঘটনা ঘটতো। তবে, বর্তমানে গড়ে প্রতি ১৭ হাজার বছর পর পর এমন অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে বলে গবেষক জনাথন রাওজার এএফপিকে জানান।

তিনি আরও বলেন, ‘সুপার-ইরাপশনের কারণে কমপক্ষে ১ হাজার বিলিয়ন টন পদার্থ বিষ্ফোরিত হয়েছে, যা আমাদের চিন্তার অনেক বাইরে। এসব অগ্ন্যুৎপাতের জন্য তাপমাত্রার উপর প্রভাব পড়ছে এবং আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসছে। ফলে, গাছপালাসমুহ সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না।’ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বিষয়ে অতীতে আমরা যতটা ভাবতাম বাস্তবে আমাদের ভাবনার থেকে তা অনেক বেশি প্রভাব ফেলবে আমাদের সভ্যতার উপরে।’

পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ার তোবা’তে, যা ৭৫ হাজার বছর পূর্বে ঘটেছিল। তবে, সর্বশেষ সুপার ইরাপশনের ঘটনা ঘটেছিল ২৫ হাজার বছর পূর্বে নিউজিল্যান্ডের তাওপো’তে। সম্প্রতি, ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ‘মাউন্ট অগাং’ আগ্নেয়গিরিটি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফ্রান্স ২৪