খােলা বাজার২৪। মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০১৭: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান জেমস ম্যাটিস পাকিস্তানের নেতাদের সন্ত্রাস রোধে দ্বিগুণ প্রচেষ্টা নেওয়ার আহবান জানিয়ে বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় দেশটি খুবই দুর্বল চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্য ম্যাটিস সন্ত্রাস রোধে পাকিস্তানের ভূমিকারও প্রশংসা করেছেন। তবে এধরনের প্রচেষ্টা আরো বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান। স্পুটনিক
পাকিস্তান সফরের সময় জেমস ম্যাটিস দেশটির প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি , সেনা ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক করেন। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অভিন্ন অবস্থান থেকেই তিনি দেশটি সফর করছেন এবং আফগানিস্তানেও মার্কিন সেনাবাহিনী দেড় দশকের বেশি সময় ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
ম্যাটিস বলেন, পাকিস্তানের নেতারা বলেছেন তারা সন্ত্রাসকে প্রশ্রয় দেন না। আমি আশা করি রাজনীতিতে তাদের এ ইচ্ছা প্রতিফলিত হবে। তবে সন্ত্রাস রোধে যুক্তরাষ্ট্র যা চায় সেজন্যে পাকিস্তানকে জোর করাও ঠিক হবে না বলে মন্তব্য করেন ম্যাটিস। বরং তা সমঝোতার মাধ্যমেই করতে হবে।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, দুটি দেশই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানে পাকিস্তানের মত শান্তি আর কেউ চায় না। আফগানিস্তানে শান্তি এলে তা এ অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা করবে এবং এটি যুক্তরাষ্ট্রও চায়।
তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সন্ত্রাস রোধ প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলে আসছে। এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই’এর বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও সহায়তা এমনকি নেতৃত্ব দেওয়ারও অভিযোগ করছে। ২০১১ সালে গুয়ান্তানামো বে সেনা সুত্রের বরাত দিয়ে প্রকাশিত উইকিলিকসের প্রতিবেদনে আইএসআইএর সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোর সম্পৃক্ততার কথা বলা হয়। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস রোধে অনেক প্রচেষ্টা বাস্তবায়ন না করার অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে যুক্তরাষ্ট্র।