Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: গাইবান্ধা জেলার তিনটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা মোমবাতি হাতে নিয়ে অভিনব কায়দায় রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি পাওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘন্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা জেলা সার্ভিস অ্যাসোসিয়েশন।

শহরের ষ্টেশন রোডের সামনে বাতি নিভিয়ে হাতে মোমবাতি নিয়ে দাবি আদায়ের জন্য অবস্থান নেয় পৌর কর্মচারিরা।

গত কয়েক বছর ধরে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে পৌরসভার কর্মচারিরা। এরই ধারাবাহিকতায় এদিন মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হলো।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন, গাইবান্ধা জেলার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুজন শাহ, সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, সুন্দরগঞ্জ পৌরসভার সচিব এসএম মাজহারুল আনোয়ার, গাইবান্ধা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কর্মচারি সংসদের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু, সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টু, সাধারণ সম্পাদক নূর হোসেন, পৌর সংসদের আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউল ইসলাম, সদস্য সূচনা সরকার, সুন্দরগঞ্জ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর মিঠু, সহ-সভাপতি আরিফুর রহমান প্রমূখ।

বক্তারা অবিলম্বে সরকারকে পৌর কর্মচারিদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।