Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মেসির সঙ্গে আমার লড়াই অব্যাহত থাকবে: রোনালদোখােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: ফুটবলে বেড়েই চলছে মেসি-রোনালদোর লড়াই। গেল দশ বছরে ব্যালন ডি’অর পুরস্কারটি সমান ভাগে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন এই দুই তারকা। আর নিজেদের মধ্যে এই লড়াইকে পছন্দ করেন চলতি মৌসুমে ব্যালন ডি অর জেতা রোনালদো।

দ্বিতীয়বার টানা দুই বছর ব্যালন ডি’অর জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্যারিসের আলো ঝলমলে আইফেল টাওয়ারের চূড়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে হাতে নিলেন রেকর্ড ছোঁয়া পঞ্চম ব্যালন ডি’অর। ব্যালন ডি অর জিতে রোনালদো বলেন, ‘আমি এই পর্যায়ে খেলতে খুবই পছন্দ করি। আশা করি মেসির সঙ্গে আমার এই লড়াই অব্যাহত থাকবে।’

এদিকে কিছুদিন ধরেই গুঞ্জন চলছে চলতি মৌসুম শেষে রিয়াল ছেড়ে যাচ্ছেন। তবে পর্তুগিজ এই অধিনায়ক জানান, ‘আমি রিয়ালে খুশি আছি আর সম্ভব হলে এখানেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই।’

২০০৮ সালে প্রথমবার ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনালদো। দুটি পুরস্কার একীভূত হওয়ার পর ২০১৩ ও ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। দুটি পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর গত বছর ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন তিনি।