খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: প্রথমবারের মত বিটকয়েনের মূল্য ১৬ হাজার ডলার ছড়িয়ে গেছে। কয়েনডেস্ক ডট কমের অনুযায়ী চলতি সপ্তাহে বিটকয়েনের মূল্য বেড়ে ১৬ হাজার ৫০ ডলারে গিয়ে দাঁড়ায়, যা এই ডিজিটাল মুদ্রার ইতিহাসে এক অন্যন্য কীর্তি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, চলতি সপ্তাহেই এই মূল্য অন্তত ৫০ শতাংশ বেড়েছে।
চলতি বছরে এই বিটকয়েনের মূল্য ছিল ১ হাজার ডলারেরও কম। এই বছরেই এই মুদ্রার মূল্য অন্তত ২ হাজার শতাংশ বেড়ে গিয়েছে।
যদিও বিশেষজ্ঞরা দাবি করেন যে ভবিষ্যতে এই বিটকয়েনের মূল্য ধ্বসের আশংকা রয়েছে, তবুও মানুষ অতিরিক্ত মাত্রায় এই মুদ্রা কিনছে। সূত্র : সিএনএন