Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 খােলা বাজার২৪। সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭:  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মোবাইল ব্যাংকিং প্রসারে এবার এগিয়ে এসেছে সরকারের ডাক বিভাগ। এখন থেকে ২ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। এর সুবিধা পাবেন গ্রামীণ জনগণ।

সোমবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক টাকা নামের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বনিম্ন দুই টাকা স্থিতি রেখে এই মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করা যাবে।

ডাক টাকার উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, এই সেবার ফলে সুবিধা পাবে গ্রামীণ জনগণ।  দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনমান উন্নয়নে দেশের প্রতিটি ডাক ঘরে ব্যাংকিং সিস্টেম চালু করা হলো। এতে নিম্ন আয় ও গ্রামের মানুষেরা লাভবান হবেন।

এই ডাক টাকা ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজ, দ্রুত ও বৈধ পথে টাকা সংগ্রহ এবং লেনদেন করতে পারবেন।

অনুষ্ঠানে তারানা হালিম বলেন, পোস্ট অফিসের মাধ্যমে দেশের মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে ডাক টাকা চালু করা হয়েছে। ২০২১ সালের মধ্যে ডাক বিভাগ সম্পূর্ণ ডিজিটাল হবে। সূত্র: আরটিভি, চ্যানেল টোয়েন্টিফোর