খােলা বাজার২৪। সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭: রয়্যাল সিটি হিসেবে সমাদৃত গুয়েল্ফের বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে সমাজসেবায় অগ্রণী ভূমিকাসহ নেতৃত্বগুণসম্পন্ন স্বেচ্ছাসেবী গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ কানাডা সরকার দেশটির শার্ধশততম জন্মবার্ষিকীর স্মারক সন্মাননা দিয়েছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় সেন্টিনাল কলেজিয়েট মিলনায়তনে দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশের ছেচল্লিশতম বিজয় দিবস পালন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তা প্রদান করেন হাউজ অব কমন্সের স্থানীয় এমপি লয়েড লংফিল্ড। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিটি মেয়র ক্যাম গুথরি। তারা উভয়েই সংগঠনটির ভূয়সী প্রশংসার পাশাপাশি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সেখানে ‘আমার ভালবাসা, আমার অহংকার’ শীর্ষক বিজয় দিবসের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনমূলক অরুনা হায়দার পরিচালিত ও সুকণ্যা নৃত্যাঙ্গন পরিবেশিত গীতিনৃত্যনাট্য সকলকে বিমোহিত করে। পাশাপাশি সংস্কৃতি, সমাজসেবা, জলবায়ু ও সাংগঠনিক তৎপরতায় বিশেষ ভূমিকার জন্য যথাক্রমে চিত্রা সরকার, শিবব্রত নন্দী দুলাল, ফাহমিদা রহিম তিশি, ড. এস এম হাবিবুল্লাহ বাহার, ড. মামুনুর রশিদ, রিয়াদুল মান্নান ও ড. এম এম হামিদুজ্জামানকে সন্মাননা প্রদান করা হয়। তবে উল্লেখযোগ্যভাবে রোহিঙ্গা সংকটে কানাডা সরকারের ভূমিকায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বরাবরে এমপি লয়েড লংফিল্ডের মাধ্যমে একটি স্মারক অভিনন্দনপত্র হস্তান্তর করা হয়। এতে সার্বিক সহযোগিতা জোগান সভাপতি জগলুল সাঈদ, মামুন হোসেন, ড. মোহাফিকুল কাদের, হামিদ খান ও কাজী সেফায়েতুল হক মিন্টু।