Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭:  ট্রাম্পের এই ঘোষণা বিশ্বকে আগুনে ফেলবে বলে মন্তব্য করেছেন  তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

বুধবার  তুরস্কের ইস্তাম্বুলে জেরুজালেম ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র ৫৭ দেশের প্রতিনিধিদের জরুরি ইসলামিক সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ আহ্বান জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে অবশ্যই অন্যান্য সব দেশের স্বীকৃতি দিতে হবে। এ দাবি আদায়ের জন্য আমাদের সবাইকে একত্রে লড়তে হবে। আমরা যারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছি; তারা অবশ্যই ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানীর স্বীকৃতি দিতে অন্যান্য দেশকে উৎসাহিত করবো।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। তবে ইসরায়েলের এই দখলদারিত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। সূত্র : ডেইলি সাবাহ আরবি